Main Menu

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাক-বড়দিনের শুভেচ্ছা বিনিময়

+100%-

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) উপলক্ষ্যে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে প্রাক-বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এসময় তাঁকে সংগঠনটির পক্ষ থেকে ক্রিসমাস কার্ড ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নরুল মাহমুদ, এলজিইডির প্রকৌশলী রেজাউল ইসলাম, ক্যাবের সাধারন সম্পাদক এসএম শাহীন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের -বি বি সি প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মি.প্রবাল সাহা অর্ক, আর এম সি পি  প্রোগ্রামের ব্রান্চ ম্যানেজার শেফার্ড প্রদীপ বল্লভ এবং হিসাব রক্ষক তিমন বৈদ্য প্রমুখ।

এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বড়দিন ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।


Shares