Main Menu

সভাপতি-এপে. পূর্ণিমা সাহা, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর- এপে. রেজওয়ানুর হক মনি

এপেক্স ক্লাব অব তিতাস এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত

+100%-

এপেক্স ক্লাব অব তিতাস এর সাধারণ বার্ষিক সভা গত ২১ নভেম্বর ২০১৮ বুধবার বিকাল ৪টায় এ মালেক কনভেনশন হল, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এপে. পূর্ণিমা সভাপতি এবং এপে. মো. রেজানুল হক মনি সেক্রেটারি নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর সদ্য বিদায়ী সভাপতি এপে. খোরশেদুল আলম অরুন, এপেক্স বাংলাদেশ এর এনইডি এপে. মো. হেলাল উদ্দিন, এপেক্স বাংলাদেশ এর পিএনআরডি এপে. সাইম টিপু, এপেক্স ক্লাব অব ধানমন্ডি এর সভাপতি এপে. রণি, এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি বার্ষিক সাধারণ সভার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পিএনআইআরডি এপে. আলহাজ্ব সাদেকুল ইসলাম, নির্বাচন কমিশনার এপে. এটিএম ফায়েজুল কবীর, এপে. ক্যাপ্টেন জয়নাল আবেদীন, নির্বাচন পর্যবেক্ষক এপে. এডভোকেট এমএইচ সরকার পাশা, এপেক্স বাংলাদেশের ওয়েব মাস্টার এপে. দ্বীপ রায়, এপেক্স ক্লাব অব ওস্তাদ আলাউদ্দিন এর সাবেক সভাপতি এপে. কামরুল ইসলাম, সভাপতি এপে. আব্দুল মালেক, এপে. ইয়াসির আরাফাত ইমরুল, এপে. মো. সোহেল, এপে. মো. আবু তাহের, এপে. শফিকুল ইসলাম, এপে. মশিউর রহমান সজিব, এপে. মো. সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নব গঠিত ২০১৯ বর্ষের বোর্ড এর সদস্যবৃন্দ হলেন- সভাপতি-এপে. পূর্ণিমা সাহা, সহ-সভাপতি এপে. এটিএম ফায়েজুল কবীর, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট- এপে. আবুল কাশেম, সদ্য বিদায়ী সভাপতি- এপে. আবু কাউছার, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর- এপে. রেজওয়ানুল হক মনি, ট্রেজারার- এপে. এড. তারেক, সার্ভিস ডিরেক্টর- এপে. মীর মোহাম্মদ শাহীন, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর এপে. রফিকুল ইসলাম নয়ন, ফেলোশীপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর- এপে. এসএম সোহেল, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. নুরুজ্জামান ফারুকী, সার্জেন্ট-এট-আর্মস- এপে. মাইনুদ্দিন ইভান। ফ্লোর মেম্বার সোহেলআহাদ, গোলাপ রানা ও সারোয়ার আলম জনি প্রমূখ।

আগামি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বোর্ড অত্র ক্লাবের সেবা, সৌহার্দ্য ও সুনাগরিকত্ব মটো নিয়ে কাজ করবেন।


Shares