এড. মাহবুবুল আলম খোকন এর “মা” শাহানা বেগম আর নেই। সামাজিক দূরত্ব মেনে ৪টি জানাযা অনুষ্ঠিত।




এড. মাহবুবুল আলম খোকন এর রত্নগর্ভা মা শাহানা বেগমের ইন্তেকালে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, জেলা বিএনপি, জেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও জেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। এড. মাহবুবুল আলম খোকন এর মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ সর্বস্তরে নিমিষেই ছড়িয়ে পড়লে সকাল থেকেই আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও জাতীয়পার্টির নেতৃবৃন্দগন সহমর্মিতা জানাতে এড. মাহবুবুল আলম খোকনের মধ্যপাড়াস্থ বাসায় ছোটে যান। এসময় নেতৃবৃন্দগন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, এড. মাহবুবুল আলম খোকন এর মা মরহুমা শাহানা বেগম দেশের একজন রত্নগর্ভা মা। নেতৃবৃন্দ বলেন, সমাজে এমন মা খুজে পাওয়া দুষ্কর। যার সন্তানেরা সদাসর্বদা দেশের মানুষের কল্যাণে কাজ করছে। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মরহুমার জন্য জান্নাত কামনায় দয়াময় প্রভুর দরবারে প্রার্থনা করেন।
মহুমার নামাজে জানাযা জুম’আ নামাজের পরে শেরপুর ঈদগাহ মাঠে জেলার বিভিন্ন রাজনৈতিক, আইনজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিসহ সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন আগত মুসল্লীদের সামাজিক দূরত্ব বজায় রেখে দাড়াতে অনুরোধ করলে সীমিত মুসল্লীদের অংশগ্রহণে ৪টি জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে শেরপুরের কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
« করোনায় বাঞ্ছারামপুরের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন »