Main Menu

উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে, নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে- পুলিশ সুপার

+100%-

Brahmanbaria Secchasebok ligue Photo_31-8-16

ব্রাহ্মনবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে, নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, সুতরাং নতুন প্রজন্ম যতবেশী বঙ্গবন্ধকে জানবে, তাদের মাঝে ততবেশী দেশপ্রেম জাগ্রত হবে। তিনি গত সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণাবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ১৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘‘ইতিহাস কথা কয়’’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ সুপার আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের এ ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবিদার। এই আলোকচিত্র প্রদর্শণীর মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর সংগ্রমশীল ও কর্মময় জীবন সম্পর্কে জানতে পেরেছে। এই কর্মসূচির আয়োজন করায় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্ধকে ধন্যবাদ জানিয়ে তিনি পরবর্তী সময়ে এ ধরনের আয়োজন চালু রাখতে নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, বিজ্ঞ পিপি এডঃ নূর মোহাম্মদ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাজী জামাল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবু।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি রুমেল আল ফয়সল, সাইদুর রহমান জুয়েল, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(হেডকোয়াটার) রাজন দাস, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামান খান, , জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস, দক্ষিণ কুরিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, সদস্য সালাউদ্দিন, রাজন, খলিল, দিপু প্রমুখ।






Shares