Main Menu

ঈদ সামগ্রী বিতরণ করলেন গণপূর্তমন্ত্রী

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকনের পক্ষ থেকে চার শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্ধগতিতে মানুষকে স্বস্তি দিতে এই প্রয়াস। সবাইকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে মানুষকে ভালো রাখার। সাধারণ মানুষের পাশে আমরা আছি যেকোনো পরিস্থিতিতে থাকবো।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবল বাড়ি চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


Shares