Main Menu

অসুস্থ মোহাম্মদ হানিফকে দেখতে গেলেন পৌর মেয়র নায়ার কবির

+100%-


ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে গেলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। গতকাল বুধবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে গিয়ে অসুস্থ মোহাম্মদ হানিফের শারীরিক খোজ- খবর নেন এবং আশুরোগ মুক্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ ফায়েজ খান, প্রচার সম্পাদক হাজী মোঃ আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এম এ কাউছার, ব্রাহ্মণবাড়িয়া লোকাল বাস পরিচালনা কমিটির সম্পাদক মোঃ নিয়ামত খান, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা নান্টু, সহ সম্পাদক হাজী মোঃ ফুল মিয়া, সহ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ মোঃ আবুল হোসেন, প্রবীন মালিক মোঃ সোহরাব হোসেন চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, আপনাদের সমর্থন এবং সহযোগিতায় যদি আমি পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পাই তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো। দল আমাকে আবারো মনোনয়ন দিলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তুলবো। এতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।


Shares