Main Menu

ঋনের টাকা কাজে লাগিয়ে নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে হবে-বিজয়নগরে বিআরডিবি’র আবর্তক ঋণ বিতরণকালে বশিরুল হক ভূঞা

+100%-

Pictureবিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা বলেছেন, ঋনের টাকা কাজে লাগিয়ে নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই সরকার যে লক্ষ্যে ঋণ প্রদান করছে, সে লক্ষ্য পূরণ হবে। তিনি বলেন, সরকার বিআরডিবি’র মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সহজ শর্তে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করছে। তিনি ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধসহ পুনরায় ঋণ গ্রহণের জন্যও আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিআরডিবি’র উদ্যোগে বুধন্তী ইউনিয়নের বীরপাশা আদর্শ কৃষক সমিতির ১৮ জন সদস্যের মধ্যে জনপ্রতি ১০ হাজার টাকা করে ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আরডিও আব্দুল কাদির, জুনিয়র অফিসার মুক্তার হোসেন ও ইন্সপেক্টর আব্দুল হামিদ।প্রেস রিলিজ






Shares