Main Menu

নবীনগরে ভূমি কর্মকর্তাকে মারধর: অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতের সাজা

+100%-

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারী জায়গা দখলে বাধা দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধোর করেছে আওয়ামীলীগ নেতা। পরে হামলাকারী পৌর আওয়ামীলীগ নেতা কাউছার আলম শিবু কে ২ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে উপজেলা সদরের ঘোষের মোড় এলাকায় ৬৩৫২ দাগের প্রায় ৯ শতক পরিমান সরকারী খাস ভূমি দখলে নিয়ে বেড়া দেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু। সরকারী ওই ভূমির পাশেই শিবুর ফার্নিচারের দোকান। বেড়া দেয়ার খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিস সহায়ক শাহিন আহমেদকে সেখানে পাঠান বাধা দিতে। এসময় শিবু শাহিনকে গালাগাল করে। বলে ক্ষমতা থাকলে বেড়া তুলে নিতে। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান নিজে এসে বাধা দিলে তাকেও গালাগাল করে। এসময় আশফাকুর রহমানের সঙ্গে শিবুর কথা কাটাকাটি হয়। এরপর আশফাকুর অফিসে চলে গেলে শিবু অফিসে গিয়ে তার ওপর হামলা করে। মারধোর করে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে চেয়ার থেকে ফেলে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর সালেহীন গাজী পুলিশ নিয়ে সেখানে এসে আওয়ামীলীগ নেতা শিবুকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২ মাসের সাজা দেয়া হয়। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশফাকুর জানান- জায়গাটি সরকারী এবং এটি তাদের অফিস সংলগ্ন। শিবু সেখানে ফার্নিচার রাখার জন্যে জায়গাটি দখল করতে বেড়া দিয়ে দেয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি মৌসুমী বাইন হীরা জানান-সরকারী কাজে বাধা এবং নায়েবকে মারধোর করায় শিবুকে সাজা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর সালেহীন গাজী বলেন- এরআগেও শিবু কৃষি অফিসের গাড়ির ড্রাইভারকে মারধোর করেছিলো।






Shares