Main Menu

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

+100%-
প্রতিনিধি ::দীর্ঘ ১০ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলামকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক, মুশফিকুল মান্নান, আনোয়ার হোসেন এবং হযরত আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

Shares