Main Menu

২০১৪ সালের ৬ জানুয়ারি আগামি নির্বাচন হবে

+100%-

এস এ রুবেল নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা :শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘২০১৪ সালের ৬ জানুয়ারি আগামি নির্বাচন হবে। এই নির্বাচনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার’।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামি দেড় মাসের মধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা হবে। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী কাজী দবির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসেনর সাংসদ শাহ জিকরুল আহমেদ খোকন, বিশিষ্ট শিল্পপতি ফায়েজুর রহমান বাদল, সাবেক সংসদ সদস্য এ ডব্লিউ এম আব্দুল হক, এম এ খালেক, সাবেক সচিব আ কা মো জাকারিয়া, সাবেক যুগ্ম সচিব সিরাজুল ইসলাম, নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার প্রমুখ।

অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার নবীনগরে তার পুরনো শিকড়ের কথা বলে স্মৃতি-চারণ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেহান উদ্দিন দুলাল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব মাসুদ করিম সাজু।


Shares