Main Menu

বাঞ্ছারামপুরে নকল সাবান কারখানার সন্ধান, নকল সাবান ও যন্ত্রপাতি জব্দ

+100%-

mobile court
জেলার বাঞ্ছারামপুরে সাবান তৈরির দু’টি কারখানা থেকে নকল ২ হাজার ৭০০ পিস সাবান ও যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার মিরপুর বাজার ও সোনারামপুর বাজারে অভিযান চালিয়ে এসব সাবান জব্দ করা হয়। বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার মিরপুর বাজারের রব্বান মিয়া ও সোনারামপুর বাজারের ওমর ফারুক ওরফে সাবান ফারুকের মালিকানাধীন ভেজাল সাবান তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানা থেকে ২৭০০ পিস সাবান ও একশ পিস সাবান তৈরির ডাইস উদ্ধার করা হয়। এ দুই কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ‘হাতি মার্কা’সহ বিভিন্ন কোম্পানির সাবান নকল করে আসছিল বলে জানা গেছে। সহকারী কমিশনার মামুন সরদার নকল সাবান জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।