Main Menu

বাঞ্ছারামপুরে সাড়ে ৪০হাজার ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪০হাজার ৫’শ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, একই এলাকার কালা মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

র‌্যাব সদস্যরা বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকার কালা মিয়ার বাড়িতে অভিযান চালায় চালায় র‌্যাব সদস্যরা। এসময় বড়িতে ঝর্ণা বেগমকে পেয়ে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব সদস্যরা। এসময় সে জানায় তার বাড়ির আঙ্গিনায় বিশেষ কায়দায় ইয়ারা লুকিয়ে রাখা হয়েছে। র‌্যাব সদস্যরা বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে ৪০ হাজার ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পরে ঝর্ণা বেগমের দেয়া তথ্যমতে তার ছেলে সুমন মিয়াকেও মরিচাকান্দি বাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা তার বাড়ির পাশ থেকে দুটি স্পিড বোট উদ্ধার করে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমা
ন্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক কোটি বাষট্টি লাখ টাকা। এছাড়াও দুটি স্পিড বোটের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।






Shares