Main Menu

বাঞ্ছারামপুরে ঝড় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ৬৭ বান্ডেল ঢেউটিন, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৯২০ বোরো চাষীকে ১৫ মেট্রিক টন চাল ও ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

গত সোমবার বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলা ত্রাণ ও পুর্নবাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় সাংসদ এবি তাজুল ইসলাম এ বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এক কেটি ছয় লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত আইয়ুবপুর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রায়ণ কেন্দ্রের উদ্বোধন করেন সাংসদ।






Shares