সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা



ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে জন্য তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
উল্লেখ্য, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের ২১ আগস্ট গ্রেপ্তার হন তাজুল ইসলাম।
« বিজয়নগরে উৎপাদন হচ্ছে মদ, বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা দরে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত »