Main Menu

বাঞ্ছারামপুর পৌর-বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

+100%-


বাঞ্ছারামপুর প্রতিনিধি: ‘আমাদের হাতে সময় বেশী নেই।মানুষ মুখিয়ে আছে কখন ভোট আসবে,আর ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে পুনরায় ক্ষমতায় আনবে।আমরা অপেক্ষায় আছি কখন বিএনপি সভানেত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সবুজ সংকেত দিবেন,মাঠে নামার জন্য।নির্দলীয়-নিরপেক্ষ-সহায়ক সরকার প্রতিষ্ঠা করতে রাজপথে নামা না ছাড়া গত্যান্তর নেই।’-এমন মন্তব্য করে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর-বিএনপির সভাপতি মতিয়ূও রহমান জালু গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা বাঞ্ছারামপুর সদরের ৩টি ওয়ার্ড কমিটির নাম ঘোষনা করে ঢাকার উত্তরায় তা হস্তান্তর করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.এ খালেকের কাছে।

কমিটির নামের তালিকা এবং বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন করার প্রক্রিয়া নিয়ে দলীয় আলাপচারিতা করতে সাবেক এমপি এম এ খালেক পিএসসি’র ঢাকার উত্তরাস্থ বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি মীর মোশাররফ হোসেন বকুল,সিনিয়র সহসভাপতি মো.মনির হোসেন।
তথ্যমতে,বাঞ্ছারামপুর পৌর এলাকার ৪,৫,৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় বলে প্রেস ব্রিফিং-এ জানানো হয়।সদও ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত করা হয়েছে হাবিবুর রহমান হব,িসাধারন সম্পাদক আয়েত আলী।সদও পৌর এলাকার ৫ নং ওয়ার্ডেও সভাপতি নির্বাচিত হন হাজী মো.শাহাজাহান আর সাধারন সম্পাদক মনোনীত হন জযনাল আবেদীন।৬নং ওয়ার্ডে সভাপতি হলেন মো আলম মিয়া এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো.জামাল মিয়া।
উল্লেখ্য,দীর্ঘদিন বহু জল্পনা-কল্পনা শেষে এই প্রথম পৌর এলাকার ওয়ার্ড কমিটি গঠন করলো বিএনপি।জানা গেছে,কমিটি গঠনে জালু,বকুল এর ভূমিকার বেশ প্রশংসা করেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদেও সদস্য এম এ খালেক।






Shares