Main Menu

বাঞ্ছারামপুরে পূজামন্ডপে পুলিশ সুপারের আর্থিক অনুদান প্রদান

+100%-

বাঞ্ছারামপুর শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ৫টি পূজামন্ডপে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব তার নিজ কার্যালয়ে এসপির পক্ষে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, বাঞ্ছারামপুর মডেল থানার সেকেন্ড অফিসার আবুল কালাম, বাঞ্ছারামপুর রাধা মাধব মন্দির পূজামন্ডপ কমিটি সভাপতি লাল মোহন সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সঞ্জিব সরকার, কল্যাণপুর নাথপাড়া পূজামন্ডপ কমিটি সভাপতি নেপাল দেবনাথ, উজানচর সুকুমার সরকারের বাড়ি পূজামন্ডপ কমিটি সভাপতি সুকুমার সরকার, রূপসদী মতি দাসের বাড়ি পূজামন্ডপ কমিটি সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, বাঞ্ছারামপুর দাসপাড়া পূজামন্ডপ কমিটি সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক কানাই লাল দাস প্রমুখ।
এবিষয় বাঞ্ছারামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাহেবের একটি মহৎ উদ্যোগ। এটাকে আমরা অবশ্যই সাদুবাদ জানাই। একজন মুসলিম সম্প্রদায়ের লোক হয়েও এসপি সাহেব হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল পূজামন্ডপে আর্থিক সহায়তা দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।”


Shares