Monday, September 9th, 2024
ব্রাহ্মণবাড়িয়ায় যোগ দিয়েছেন নতুন পুলিশ সুপার জাবেদুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান যোগ দিয়েছেন। এরআগে তিনি সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ছিলেন। গত ৩রা সেপ্টেম্বর তার ব্রাহ্মণবাড়িয়ায় বদলী আদেশ হয়। এরপর ৮ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহন করেন। ২০০৫ সালের ২রা জুলাই ২৪তম বিসিএস-এর মাধ্যমে পুলিশে যোগ দেয়া এই কর্মকর্তা ২০১৮ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। কর্মজীবনে এএসপি হিসেবে টাঙ্গাইল ও নোয়াখালী সদর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় নৌপুলিশ এবং সিলেট জেলা পুলিশে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সুদানে দায়িত্ব পালন করেন। জাবেদুর রহমান সিলেট সদর উপজেলার চৌকিদেখিরবিস্তারিত
বিদেশি মদ পাচারের সময় আওয়ামী লীগ নেতা আটক
বিদেশি মদ পাচার করার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯। আটক মো. ইদ্রিস মিয়া আখাউড়া উপজেলা দক্ষিণ ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুলতানপুর এলাকা তাকে আটক করা হয়। এ সময় ইদ্রিস মেম্বারের এক সহযোগী মো. সায়মন মিয়াকে ও আটক করা হয়। তারা দুজনই সীমান্তবর্তী আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা। র্যাবের ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার সুলতানপুর এলাকাবিস্তারিত
আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলাউদ্দিন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার মোগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন ওই গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাতের কোনো একসময় তিনি পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। সকালে ঘরের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এরপর বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আখাউড়া থানারবিস্তারিত
বালু ভর্তি ট্রাক থেকে সাড়ে ৪ কোটির ভারতীয় শাড়ি উদ্ধার করল বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ট্রাকসহ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করেছে। যার মূল্য ৪ কোটি ৫৭ লক্ষ ৮৫ হাজার পাঁচশত টাকা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর উপজেলার চান্দুরা রাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট হতে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের অন্তরালে লুকায়িত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ৫,২৩৬ পিস এবং একটি ট্রাক আটক করতে সক্ষম হয়। বর্তমানে আটককৃত চোরাচালানী মালামাল এবং ট্রাক গাড়ি বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্বিস্তারিত
চাঁদাবাজির সময় আটক দুই ভুয়া সাংবাদিকের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মুক্তিযোদ্ধার কাছে চাদাঁবাজি করার সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চাদাঁবাজির ঘটনায় মামলা নিয়ে তাদের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানি গ্রামের মো. ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে ফজলে এলাহী প্রকাশ উজ্জল ভূঁইয়া (৫০) ও একই উপজেলার সিংগার-বিল এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার ছেলে ইয়ানুর লিটন স্বাধীন (৩৩)।বিস্তারিত