Main Menu

Wednesday, May 24th, 2023

 

বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় সনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে আমাদের চেষ্টা চলমান রয়েছে।


ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে ৫০ শিক্ষার্থীকে ৬ মাসের বেতন ও ভর্তি ফিস প্রদান

আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিল্ড্রেন উইথ স্পন্সরশিপ (এফ.ডি.সি.এস) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, ভাদুঘর, সুলতানপুর, সুহিলপুর ও মজলিসপুর এলাকার দরিদ্র ও মেধাবী ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসহায়তা হিসেবে ৬ মাসের স্কুলের মাসিক বেতন ও ভর্তি ফিস প্রদান করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ অফিস প্রাঙ্গনে দুপুর ২:৩০ ঘটিকায় স্পন্সরড ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলের ভর্তি ও মাসিক বেতন আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়। প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ (২৩) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইকরাম জেলার সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামের মাসুদ আহম্মেদের ছেলে। তারা শহরের কালাইশ্রী পাড়া এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া বাড়িতে থাকত। এ ঘটনায় পুলিশ ঘাতক রায়হানকে (১৮) আটক করেছে। সে ঢাকার বংশাল এলাকার জিয়াউল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ ছাত্রলীগের ঢাকা উত্তর মহানগরের সাবেক সহ সভাপতি রেদোয়ান আনসারী রিমুর অনুসারী ছিল এবং ঘাতক রায়হান রিমুর দূর সম্পর্কের আত্মীয় হয়। সেবিস্তারিত


বিজয়নগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

বিজয়নগর  সংবাদদাতাঃ বিজয়নগরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে সিইডিপির সহায়তায় ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে।আজ বুধবার সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও ফেরদৌস মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সহকারী পরিচালক মো: আব্দুল কাদের, প্রোগ্রামার শারমিন আক্তার, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হারিছুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো: জহির উদ্দিন, কোর্স কোঅর্ডিনেটর জামাল হোসেন মৃধা প্রমুখ। অনুষ্টান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।