Main Menu

Tuesday, September 8th, 2020

 

চিরনিদ্রায় শায়িত সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী

চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান আ’লীগ নেতা, সাবেক গণপরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মহান মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্ব রণাঙ্গনের প্রচার দপ্তরের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সৈয়দ একেএম এমদাদুল বারী। মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার নিজ গ্রাম রাণীখারে তৃতীয় নামাজে জানাযা শেষে পূর্বপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। ৮৫ বছর বয়সী এই প্রবীণ নেতা সোমবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে মঙ্গলবারবিস্তারিত


নবীনগরের পৌর এলাকার সড়কের অবৈধ বালু ব্যবসায়ীর কাছে জিম্মি সাধারন মানুষ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করছে এলাকার তাজুল ইসলাম নামে এক প্রভাবশালী। সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করার কারনে সড়কটিতে সাধারন মানুষ চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা শিকার হচ্ছে। গতকাল একটি ব্যাটারি চালিত অটো চাকা রাস্তায় থাকা বালিতে ডেবে যাত্রী সহ উল্টে পরে যায়। এ সময় অটোতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পরেবিস্তারিত


কসবায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথ পুর বাজারে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়। আজ দুপুরে গোপীনাথপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ডা: হুমায়ন কবিরের সভপতিত্বে ডাট্ বাংলা ব্যাক এজেন্ট শাখা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; আলহাজ¦ শাহআলম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম খান,তানভীর আহম্মেদ,কালন মিয়া,নবী মেম্বার,মশিউর রহমান মিতুন ও গোপীনাথপুর ডাচ¦াংলা এজেন্ট শাখার মালিকনজরুল ইসলাম প্রমুখ। পরিশেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে গোপীনাথপুর ডাচ¦াংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। আজ দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সাক্ষরতা দিবস আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বক্তব্য উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার,উপজেলা বিএডিসি সহকারী প্রকৌশলী মাফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এই সময় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,ইমাম,মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


অ্যাড. সৈয়দ এ কে এম এমদাদুল বারী’র মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক

সাবেক সংসদ সদস্য, সাবেক গণ-পরিষদ সদস্য, জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)