Main Menu

Monday, September 9th, 2019

 

লুডু খেলার টাকা নিয়ে খুন হন ট্রাক হেলপার সবুর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ট্রাক হেলপার সবুর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বাজিতে মোবাইলে লুডু খেলার টাকা নিয়েই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন এসপি মো. আনিসুর রহমান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। সবুর আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহমত আলীর ছেলে। গত ৫ জুন সকালে চরচারতলা গ্রামের সারকারখানা সড়কে একটি ট্রাক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা হনুফা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করেন। এসপি আনিসুর রহমান জানান, মামলাটি প্রথমে আশুগঞ্জ থানারবিস্তারিত


কাশ্মীরী শাল

রাজস্থানি তলোয়ার ও ঢাল, মসৃণ-কোমল কাশ্মীরী শাল, আর বাবুগিরী চাল; এই তিনে খায়েশ ছিল আমার বহুকাল। তিন যুগের অধিক কাল আগে ১৯৮১ সাল, কিশোর বেলায় বায়না ধরিলাম, বাবার কাছে বলিলাম, ‘আমার চাই রাজস্থানি তলোয়ার ও ঢাল’। বাবা কৃত্রিম রেগে ও হেসে এক গাল বললেন, ‘এ কেমন বায়না! ওগুলো রাজা মহারাজাদের কাজ, আমরা তো নই কো রাজা নই কো জালিম অস্ত্রবাজ।’ বোঝালেন বাবা আমি বুঝিলাম, ধরিনি বায়না তলোয়ার আর ঢালে আর কোন কালে। বাবুগিরী চাল আজও রয়ে গেছে ঠিক আগেরই মত; এ নিয়ে বাবা-মা শুনিয়েছেন নানান কথা বকেছেন কত-শত। তাঁহারা হয়েছেনবিস্তারিত