Main Menu

জাতির পিতা : তাজুল ইসলাম হানিফ

+100%-

মুজিব মানেই একটি দেশ
মুজিব মানেই বাংলাদেশ ।
মুজিব মানেই স্বাধীনতা
মুজিব মানেই ৭১,
মুজিব মানেই সাড়ে-সাত কোটি বাঙ্গালীর হাত
মুজিব মানেই জনতার স্লোগান, মিছিল, আর জনসমাবেশ ।
মুজিব মানেই মন্ঞ-কাপানো বক্তৃতা আর জনতার আত্নবিশ্বাস।
মুজিব মানেই একটি জাতির ইতিহাস ।
মুজিব মানেই ১৯৬৬, ৬৮, ৬৯, ৭০আর ৭১,
মুজিব মানেই মুক্তির আন্দোলন
মুজিব মানেই জাগ্রত জনতা,
মুজিব মানেই অহংকার
মুজিব মানেই উত্তেজনা,
মুজিব মানেই গায়ের পশম দাড়িয়ে যাওয়া
মুজিব মানেই একটি নতুন ভূ-খন্ডের জন্ম নেওয়া ।
মুজিব মানেই সাহসী বীর পুরুষ
মুজিব মানেই জনতার অধিকার,
মুজিব মানেই একতা
মুজিব মানেই জনতার অস্তিত্ব ,
মুজিব মানেই একটি জাতির একাত্বতা
মুজিব মানেই রাজনীতিক কবি ,
মুজিব মানেই জনতার বন্ধু
মুজিব মানেই জনতার ভালবাসা
মুজিব মানেই আমার ভালবাসা ।
হে মুজিব,
তুমিই এ জাতির পিতা।

 জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতাটি উৎসর্গ করলাম জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি,………….

কবি………
তাজুল ইসলাম হানিফ , বিএসএস (অনার্স), এমএসএস (রা.বি), এলএলবি।
শিক্ষক—-আদর্শ মহাবিদ্যালয় (অনার্স কলেজ), সৈয়দাবাদ, কসবা, ব্রাহ্মণবাড়ীয়া ।






Shares