Main Menu

দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু

+100%-

ডেস্ক ২৪:: আশুগঞ্জ রেল স্টেশনের কিছুটা দূরে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আপ লাইনে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।

সন্ধ্যা ৬ টায় বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে আপ লাইনে এই ট্রেন চলাচল শুরু করেছে স্টেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেল ৪টায় আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়। আশুগঞ্জ রেল স্টেশন পৌঁছার আগেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায়। সুরমা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনটিসহ সবকটি বগি সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এনে সন্ধ্যা ৬ টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।






Shares