Main Menu

সরাইলে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড::ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

+100%-

সরাইল প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকান্ডে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের কালিবাড়ি সংলগ্ন দেওয়ান মোকাররম আলী মার্কেটের হাসান ট্রেডার্স নামের একটি তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। র‌্যাব- ১৪ এর সদস্যরা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুঁড়ে ছাঁই হয়ে যায় পুরো গোডাউনটি। গোডাউন মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ান মোকাররম আলী মার্কেটের পূর্ব প্রান্তে বিশাল এই তুলার গোডাউনে শত শত মন গার্মেন্টস-এর তুলা গোদামজাত করে রাখেন ব্যবসায়ি এখলাছ মিয়া। মার্কেটের সামনের দিকে রয়েছে ১০-১২টি তৈরী পোশাক ও মোবাইল ফোন সেটের সরঞ্জামাদির দোকান। গতকাল সকাল ৮টায় ওই গোডাউনের টিনের চালের চারিদিক থেকে কাল ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা বিকট শব্দে উপরের দিকে উঠতে থাকে। এলাকার সহস্রাধিক লোক আগুন নেভানোর জন্য প্রাণপন চেষ্টা করে। এ সময় মার্কেটের ব্যবসায়িরা তাদের দোকানের মালামাল দ্রুত সরাতে থাকেন। সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের সাথে হাজির হয় সরাইল থানা পুলিশ ও র‌্যাব-১৪ এর সদস্যরা। আশুগঞ্জের অয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে গোডাউনটি পুঁড়ে ছাঁই হয়ে যায়। শহীদুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া আগুনের উৎস নিশ্চিত বলা যাবে না। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা সিগারেট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তবে মার্কেটের একাধিক ব্যক্তি জানান, তুলা তৈরী করার মেশিন থেকেও আগুন লাগতে পারে। ওই মার্কেটের ব্যবসায়ি আবদুল মজিদ বক্স বলেন, আগুন আতঙ্কে ব্যবসায়িরা যখন দিশেহারা সেই সুযোগে এক শ্রেণীর লোক মার্কেট থেকে কয়েক লক্ষ টাকার তৈরী পোশাক লুটপাট করে নিয়ে গেছে।






Shares