Main Menu

আশুগঞ্জ ফেরীঘাট হতে ৪০২ বোতল ফেন্সিডিলসহ ০৩ জনকে গ্রেফতার

+100%-
র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে অভিযান চালিয়ে অদ্য ২৩/৪/২০১২ খ্রীঃ ১৬.০০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন আশুগঞ্জ ফেরীঘাট হতে ৪০২ বোতল ফেন্সিডিলসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম – ১। সাহাবুদ্দিন@বাবু (১৬), পিতা-শাহের আলী, সাং-সৈয়াল বাড়ী, থানা ও জেলা-চাঁদপুর, ২। ইব্রাহিম (১৫), পিতা-মৃত ফারুক মিয়া, সাং পঞ্চবটি, থানা-ভৈরব, জেলাÑকিশোরগঞ্জ, ৩। মোবারক (১৬), পিতা-মরম আলী, সাং ঘোড়াকান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।  প্রাথমিক জিজ্ঞসাবাবাদে তারা নিজেদেরকে মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে এবং ভৈরব এর মাদক সমাজ্ঞী ১। সুমী (৩০), স্বামী-জাহাঙ্গীর, ২। লায়লীর (২৮), স্বামী-সুজন মিয়া, উভয়ের গ্রাম-পঞ্চবটি, থানাÑভৈরব, জেলা-কিশোরগঞ্জ এদের মাদক বহন ও ক্রয় বিক্রয়ে সর্বদা সম্পৃক্ত থাকে বলে স্বীকারোক্তি প্রদান করে। এছাড়াও সুমি ও লায়লীর নিকট হতে প্রাপ্ত মাদক দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করিত। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা আরো জানায় যে, সড়ক পথে র‌্যাবের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নৌকা/ট্রলার যোগে  নদীপথে উক্ত মাদক বহনের উদ্দেশ্যে আশুগঞ্জ ঘাটে এসেছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২,৫০,০০০/-টাকা। আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।





Shares