Main Menu

মহিলার অপমৃত্যু-

+100%-

সুমন নূর।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় কতিপয় যুবক(১) শাহাআলম গ্রাম আজমপুর, থানা আখাউরা (২) জসিম (২৪) গ্রাম শ্যামনগর থানা আখাউরা এক মহিলাকে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে আসার সময় সি এন জি তে মহিলার মৃত্যু হয়। মহিলার নাম  দিলু বেগম, স্বামী বিল্লাল মিয়া শ্যামনগর আখাউরা। এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে শাহাআলম জানায় যে তার বন্ধু জসিম তাকে ফোনে জানায়, দিলু বেগম বিষ খেয়েছে -ওরা আখাউরা হাসপাতালে যাচ্ছে। পরবর্তীতে শাহাআলম জসিমকে নিয়ে সি এন জি যোগে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে আসে। সে আরও জানায় শাহা আলম সিঙ্গাপুরে থাকে। এ মহিলার সাথে তাদের কি সম্পর্ক জানতে চাইলে তারা হঠাৎ করে হাসপাতাল থেকে সি এন জি সহ পালিয়ে যায়। ঐ রিপোর্ট লেখার সময় লাসটি হাসপাতাল চত্বরে পড়ে থাকে।


Shares