Main Menu

বিজিবির দিনভর চোরাচালান বিরোধী অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার

+100%-

dfgdfgdfgdfgdfgdf
সোমবার দিনভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৯ বোতল হুইস্কি এবং ৩৯ লিটার বাংলা চুলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ী কর্তৃক বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলঘড়িয়া এলাকা নিয়মিত অভিযান পরিচালনা করে ১৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে। এছাড়া একই উপজেলার নোয়াবাদী এলাকা হতে সন্ধা ৬টায় অপর এক অভিযানে ১০ বোতল হুইস্ক জব্দ করা হয়।

অপরদিকে আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় বিকাল সোয়া ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ জহিরুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ লিটার বাংলা চুলাই মদ আটক করা হয়।

অন্যদিকে, একই উপজেলার চকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বোতল হুইস্কিসহ একটি মোটর সাইকেল জব্দ করেছে কর্ণেলবাজার সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।

এছাড়া রাত সাড়ে ৯টায় গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে আখাউড়া উপজেলার নিলাখাত নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ব্যাগ পাইপার হুইস্কি উদ্ধার করা হয়।

তবে এইসব অভিযানে মাদক পাচারকারীর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।






Shares