Main Menu

আজ দোল,দোল রে ভাই…..আজ খুশীর দোল ..

+100%-

আজ দোল,দোল রে ভাই…..

আজ খুশীর দোল ..
মনের মাঝে রঙ লাগিয়ে
হৃদ-দরজা খোল…।

রঙ-ফাগুনের এ দিনে
রঙ ছিটাবো ভাই
বসন্তের এ রোদেলায়
মন রাঙাতে চাই।

এসো সবাই দোলের সাজে
রাই-বিনোদের প্রেম-রাগে
মন-ফানুসের আড়শী মাঝে
আবীর রাঙা মুখটি ভাসে।

চলো চলো দোলের মেলায়
মস্ত সে এক খুশীর খেলায়
পিচকারি’র এ রঙ-গুলাবে
নিজে রাঙি , সবাইকে রাঙায়।


Shares