Main Menu

একুশের কবিতা

+100%-

একুশের ঘড়ি
প্রসন্ন দাস(প্রশান্ত)

একুশের টানে ঘড়ি বাজে
বারোটা বেজে এক মিনিট সাজে
বাঙ্গালি জাগে সবার আগে
বাগানের ফুল কেঁদে বলে
শহীদ মিনারে ভিড়াও মোরে
লোকজন সব শোকে থাকে
একুশের রূপক জালে
মায়ের বুকের দামাল ছেলে
ঘুমিয়ে থাকে শহীদ মিনারে
বলে তবে,দাবি দাও মোরে
বাংলা ভাষা হবে,ঘরে ঘরে।

 

 






Shares