Main Menu

১৫ দিন পর মাটির নিচে সমাধি থেকে ‘জেগে উঠলেন’ স্বঘোষিত গডম্যান (ভিডিও)

+100%-

indiaপটনা: খাবার, জল, অক্সিজেন ছাড়া মাটির নিচে গর্তে টানা ১৫ দিন কাটালেন বিহারের মাধেপুরা জেলার ‘স্বঘোষিত গডম্যান’ প্রমোদ বাবা।

মাটির নিচ থেকে সমাধি খুঁড়ে প্রমোদ বাবাকে সুস্থ অবস্থাতেই বের করা হয়। এই ঘটনা দেখতে শ’য়ে শ’য়ে ভক্ত এসে হাজির হয় মাধেপুরায়।

পুলিশ আধিকারিক বিকাশ কুমার জানিয়েছেন, প্রমোদ বাবাকে ১৫ দিন আগে ২৮ ফেব্রুয়ারি চৌসা থানার ভটগামা গ্রামে মাটির নিচে সমাধিস্থ করা হয়। সমাধি উপলক্ষ্যে ১০ ফুট লম্বা, ১০ ফুট চওড়া ও ১০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়। সাধুবাবা গর্তের ভিতর বসলে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। ১৫ দিন বাদে মাটি খুঁড়ে বের করা হলে দেখা যায়, তিনি একেবারেই সুস্থ রয়েছেন।

চিকিতসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, অক্সিজেন ছাড়া ১৫ দিন মাটির নিচে কাটানো মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু সাধুবাবা যে শুধু বেঁচে আছেন, তা-ই নয়, তাঁর শরীরও একেবারে ফিট।

চিকিতসক কে কে পান্ডে বলেন, অক্সিজেন ছাড়া কোনও মানুষেরই এতদিন বেঁচে থাকা সম্ভব নয়। যোগ-সাধনার মাধ্যমে শরীর-মনের ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব, কিন্তু সেটা একটা নির্দ্দিষ্ট সময় পর্যন্ত। বিজ্ঞান আমাকে এটা বিশ্বাস করতে দিচ্ছে না।






Shares