Main Menu

ইসলামে নিষিদ্ধ ‘দাবা’!

+100%-

chess-580x389লন্ডন: ইসলাম ধর্মে দাবা খেলা নিষিদ্ধ, এমনটাই জানালেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লা আল-শেখ। একটি ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, দাবা খেলায় ‘ফতোয়া’ জারি করেছেন তাঁরা।
শেখ জানিয়েছেন, দাবা খেলা ইসলাম ধর্মে ‘হারাম’ অর্থাত নিষিদ্ধ। এবিষয়ে তাঁর মত, দাবা খেলায় নাকি অযথা সময় নষ্ট হয়। তাঁর মতে, এটা একধরণের জুয়া। যা নেশা বাড়িয়ে তোলে। এতে অকারণে টাকা খরচ হয়। তাছাড়া খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে শত্রুতা তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি নিজের বক্তব্যের সঙ্গে ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থও টেনে আনেন। তিনি বলেন, কোরানে মাদকদ্রব্য, জুয়া, মূর্তিপূজা এবং ভাগ্যবিচার নিষিদ্ধ। দাবাতেও যে ঘুঁটিগুলি রয়েছে সেগুলি কোনও না কোনও মূর্তি।
ইরাকের সুপ্রিম শিয়ার ধর্মগুরু গ্র্যান্ড আয়াতোল্লাহ আল সিসতানিও দাবাকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন। সে খেলায় বাজি ধরা হোক বা না হোক।






Shares