Main Menu

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ রানা প্লাজা ট্রাজেডির

+100%-

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে রানা প্লাজা ট্রাজেডির হতাহতদের।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন ও ক্ষতিগ্রস্তদের পরিজনরা ভিড় জমায় বিশ্বের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত রানা প্লাজার সামনে । তারা সেখানে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একই সঙ্গে নিখোঁজ শ্রমিকদের সন্ধান, ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন তারা। যেখানে রানা প্লাজা ছিল তার সামনে স্বজনদের আহাজারি সৃষ্টি করে এক হৃদয়বিদারক দৃশ্যের। অনেকের হাতেই প্ল্যাকার্ড। হারিয়ে যাওয়া স্বজনকে আজও তারা খুঁজে ফিরছেন। নানা শ্রেণি-পেশার মানুষ আর ক্ষতিগ্রস্তদের স্বজনদের ভিড়ে নিশ্চল হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক।

ভয়াবহ ট্রাজেডির এক বছর কেটে গেলেও থামেনি স্বজনহারাদের কান্না আর হাহাকার। নিখোঁজ শ্রমিকদের ছবি হাতে এখনো অভিশপ্ত রানা প্লাজার সামনে প্রিয় স্বজনদের খোঁজে ভিড় করছেন হতভাগ্য অনেকে। তাদের ভাগ্য জোটেনি কোনো ক্ষতিপূরণ। কেউ হারিয়েছেন আদরের সন্তান কেউ বা প্রিয় স্বামী কেউ বা বোন কেউ বা মা কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে।

সরকারি হিসেবেই উদ্ধার করা শতাধিক লাশ রয়েছে শনাক্তের বাইরে। পচা-গলা লাশের ভিড়ে হারিয়ে গেছে হতভাগ্য এসব মানুষের পরিচয়। সবচাইতে বেশি দুর্ভোগ আর বিপাকে পড়েছে এসব হতভাগ্য শ্রমিকদের স্বজনরা।






Shares