Main Menu

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২০ কেজি সোনা উদ্ধার

+100%-


ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ২০ কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে ১০৭টি সোনার বার উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৩ নম্বর বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এ সোনা এনেছে তা জানা যায়নি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি সেতুয়া পারভিন সাংবাদিকদের সোনা উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৩ নম্বর বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাষ্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের একটি দল ঐ বিমানে তল্লাশি চালায় এবং টয়লেটের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করে’।
এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এরআগে গত শনিবার ভোরে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান থেকে সাড়ে ৫ কেজি ওজনের ৬টি সোনার বারসহ দুই ভারতীয়কে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।






Shares