Main Menu

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ কেজি স্বর্ণ উদ্ধার

+100%-

৪ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ কেজি ওজনে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার বেলা ১১টায় ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি বিমানের টয়লেট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, দুবাই এয়ারওয়েজের বিমানে স্বর্ণের চালান পাচারের আগাম তথ্য আমাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর নজরদারি বাড়ানো হয়। সব যাত্রী নেমে যাবার পর বিমানটি তল্লাশি করে টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৩৫ কেজি। এর মূল্য ১৪ কোটি ১০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওই কর্মকর্তা জানান।






Shares