Main Menu

আসন্ন শারদীয় দূগা পূজার আগেই আগরতলায় ছাত্রাবাসে গুলি

+100%-

২৪ ডেস্ক:  শারদোৎসবের আগে আগরতলার (ত্রিপুরা) একটি ছাত্রাবাসে গুলি চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আম্বেদকর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। আই জি এম হাসপাতালের উল্টোদিকে এই ছাত্রাবাস।

ঘড়িতে তখন সাড়ে চারটা। আম্বেদকর ছাত্রাবাসে তখন পড়াশুনা করছিল সেখানে থাকা শিশুরা। কেউ খাটে বসা, কেউ বা ছিল টেবিলে। ঠিক তখনি তীব্র আওয়াজে হতচকিত হয়ে উঠে ছাত্ররা। দেখে ছাত্রাবাসের জানালার কাচ ভেঙে চৌচির। পর পর তিনিটি জানালার কাচ ভেঙে বেরিয়ে যায় গুলি। ছাত্ররা দাঁড়িয়ে থাকলে গুলিতে আহত হওয়ার সম্ভাবনা ছিল।

আম্বেদকর ছাত্রাবাসের ঘটনা শুনে পশ্চিম থানার পুলিশ এসে একটি গুলির খোসা খুঁজে পায়। কিন্তু যে জায়গায় এদিন ঘটনাটি ঘটে সেখান থেকে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস খুব কাছাকাছি। তার চেয়েও বড় বিষয় এলাকাটি ভিআইপি জোনে অবস্থিত।

এরকম একটি স্পর্শকাতর এলাকাতে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।


Shares