Main Menu

লন্ডনে ইনুর ওপর হামলার চেষ্টা

+100%-
স্টাফ করেসপন্ডেন্ট : লন্ডনে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে তিনি আহত হননি।

মঙ্গলবার লন্ডনে বিবিসি অফিস থেকে এটিএন বাংলা টেলিভিশন কার্যালয় পরিদর্শনে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত তথ্যমন্ত্রীর ওপর হামলা চালানোর চেষ্টা করে।

তথ্যমন্ত্রীর প্রেস সচিব সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার লন্ডনের বিবিসি অফিস থেকে এটিএন বাংলা টেলিভিশন অফিসে যাচ্ছিলেন তথ্যমন্ত্রী। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি নিজেই প্রতিরোধ করেন। তবে তিনি আহত হননি।’

তথ্যমন্ত্রী দেশে ফেরার পর এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে কর্মসূচি দেয়ার কথা জানান তিনি।


Shares