Main Menu

ওমরা শেষে গোপন রাজনৈতিক সভায় তারেক

+100%-
সৌদি আরব, ৭ এপ্রিল,সৌদি আরবে ওমরাহ পালন করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন রাজনৈতিক সভায়।

শনিবার এক ভোজসভার আড়ালেই গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির (পশ্চিমাঞ্চল) প্রতিনিধি সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় জেদ্দায় হোটেল হলি-ইন-সালাম-র বলরুমে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী সৌদি আরব কেন্দ্রীয় কমিটি (পশ্চিম)-এর সভাপতি আহমেদ আলী মুকিব ওই সভায় সভাপতিত্ব করেন।

এছাড়াও পশ্চিমাঞ্চল বিএনপির অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৫ বছর পর লন্ডনের বাইরে প্রথম কোনো দেশে আসলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এতদিন ধরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। চলতি এপ্রিলের প্রথম দিন সোমবার ওমরাহ পালনের জন্য তারেক রহমান সৌদি আরব পৌঁছান।

সৌদি আরব বিএনপির একাধিক সূত্র রেডটাইমস বিডি ডটকমকে জানান, সৌদি আরবে তারেক রহমানের সফর সূচিতে আনুষ্ঠানিকভাবে উল্লেখ না থাকলেও আগেই এ সভার পরিকল্পনা করা হয়েছিল।

ওমরাহ পালনের আড়ালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের এই রাজনৈতিক সভায় যোগদানের কথা প্রকাশ যেন না হয়, সে জন্য সাংবাদিকদের জানানো হয়েছিল- সভাটি একটি ভোজসভা।

সৌদি আরবে বাংলাদেশের গণমাধ্যমগুলোর কর্মীদের এ সভায় দাওয়াত দেওয়া হয়নি। এমনকি তারেক রহমানের যোগদান ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে, খবর পেয়ে প্রবেশ করতে চাইলেও সুযোগ দেওয়া হয়নি।

তবে দিগন্ত টেলিভিশন ও বাংলাভিশনের প্রতিনিধিকে ডেকে নিয়ে নিজেদের পছন্দমতো ভোজসভার কিছু ফুটেজ দেওয়া হয়েছে।

এদিকে, তারেক রহমানের সফর উপলক্ষে সৌদি আরব বিএনপি সংবাদকর্মীদের যে সিডিউল দিয়েছিল, সেখানে কোনো ধরনের প্রতিনিধি সভার কথা উল্লেখ ছিল না।

এছাড়াও সিডিউল অনুযায়ী শুক্রবার মক্কায় ওমরাহ পালনের কথা থাকলেও বৃহস্পতিবারই ওমরাহ পালন করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান।

৪ এপ্রিল সকালে ওমরাহ পালন শেষে তারেক রহমান জেদ্দাতে এই হোটেল হলি-ইন-সালামেই পরিবার ও সফর সঙ্গীদের নিয়ে অবস্থান করেন।

বৃহস্পতিবার সকালের পর থেকে শনিবার পর্যন্ত সৌদি আরব ও দেশের অনেক নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেন তিনি।

সফর উপলক্ষে বাংলাদেশ থেকে অপু, রুম্মণ ও বেলায়েত নামে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে দেখা করতে জেদ্দা আসেন।

তারেক রহমান তাদের সঙ্গে দেশের রাজনীতি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন বলেও জানা গেছে।

যুক্তরাজ্যে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এটাই তারেক রহমানের প্রথম সফর বলে উল্লেখ করেন মক্কা মহানগর বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী মিঠু।

সফরে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছে বলেও জানান তিনি।

তারেকের এ সফরে ব্যাক্তিগত কর্মকর্তা মিয়া নূরুদ্দিন অপু, হাওয়া ভবনের সাবেক মুখপাত্র আশিক ইসলাম, আতিকুর রহমান রুমন, আখতার আহমেদ বেলায়েত, সাজ্জাদুল সিরাজ তালুকদার জয় ও ডা. আমান ছাড়াও তারেক রহমানের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

আজ রোববার তিনি লন্ডনে ফিরে যাবেন বলে জানা গেছে।

২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সরকার। বন্দি অবস্থায় তার ওপর নির্যাতন করা হয়। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। ২০০৮ সালের ১১  সেপ্টেম্বর  চিকিৎসার জন্য জামিন নিয়ে লন্ডন যান তারেক রহমান।






Shares