Main Menu

মৃত্যুর আগে বিশ্বের নানা ঘটনা নিয়ে করে যাওয়া ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে পানদেভার!

+100%-

ochanahemaloy-1454075662-861fd9e_xlargeডেস্ক ২৪:: বুলগেরিয়ার অন্ধ ভ্যানজেলিয়া পানদেভার ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাচ্ছে। মৃত্যুর আগে তিনি বিশ্বের নানা ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। ১৯৯৬ সালে তাঁর মৃত্যুর পর সেগুলো হুবহু মিলে গিয়েছে।

ভ্যানজেলিয়া পানদেভা ১৯১১ সালে বুলগেরিয়ায় পেটরিচে জন্মগ্রহণ করেন। জন্মের ১২ বছর পর টর্নেডোর আঘাতে সম্পূর্ণ অন্ধ হয়ে যান। তারপর থেকেই তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। ১৬ বছর বয়স থেকে তিনি ভবিষ্যদ্বাণী করতে শুরু করেন।

সূত্র জানায়, প্রথম প্রথম তিনি পরিবারের মধ্যেই ভবিষ্যদ্বাণী করেন। পরে সেটা মিলে যায়। তারপর ধীরে ধীরে পরিবারের বাইরে গ্রাম, শহর ও জেলায় ছড়িয়ে পড়ে। শোনা যায়, অ্যাডলফ হিটলারও নাকি পানদেভাকে ফোন করেছিলেন।

পানদেভা ১৯৯৬ সালের ১১ অগাস্ট মারা যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ২০০১ সালে আমেরিকার ট্যুইন টাওয়ার আক্রমণের পর ধ্বংস হবে। ২০০৪ সালে সুনামির মত মহাপ্রলয় ধেয়ে আসবে।






Shares