Main Menu

এই গ্রামে হয় না কোনও বিয়ে, নেই তাই জামাইষষ্ঠী!

+100%-

jamaisasthiএই গ্রামের ক্যালেন্ডারে নেই জামাই ষষ্ঠী! আপামর বাঙালি জখন ব্যস্ত থাকে জামাই আদরে, চড় মেঘনাগ্রাম তখন ব্যস্ত থাকে জামাই খুঁজতে। এগ্রামের লোকের সংখ্যা ৮৫০-এর কাছে হলেও ভোটার ৫৪৫ জন। গ্রামের প্রচুর শিক্ষিত বিবাহ যোগ্য যুবক-যুবতী থাকলেও বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য লাভ করতে পারিনি তাঁরা। কারণ- এই গ্রামে বিয়ে করতে বা বিয়ে দিতে রাজি হয় না কোনও ছেলে বা মেয়ের পরিবার। চর মেঘনাগ্রাম ভারতে হলেও গ্রামে ঢুকতে বা বেরুতে গেলে জমা রাখতে হয় ভারতে বসবাসের প্রমাণ পত্র।

নদিয়ার করিমপুর ১ নং ব্লকের হোগলবেরিয়া গ্রাম পঞ্চায়েতের চড় মেঘনাগ্রামে জামাইষষ্ঠী তাই কল্পনা। গ্রামের পূর্ব,পশ্চিম ও দক্ষিণে বাংলাদেশের তিন গ্রাম মায়ারামপুর, জামালপুর ও বিল গেরুয়া আর একদিকে ভারতবর্ষ। বিনা প্রমাণ পত্রে গ্রামে ঢোকা বা বেরুনো বিএসএফ এর বারণ নিরাপত্তার স্বার্থে। সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত যাওয়া আসা যাই ভোটার কার্ড জমা দিয়ে। রোগ সংক্রান্ত ব্যাপারে অবশ্য আছে ছাড়। এমন গ্রামে বৌ হয়ে আস্তে চাইনা কোনও মেয়েই, জামাই ও হতে চাইনা কোনও ছেলেও। বিবাহ যোগ্য ছেলে ও মেয়েদের পরিবার তাই মাথা খুটেও পারছে না বিয়া দিতে। তাই আপামর বাঙালি জখন ব্যাস্ত জামাই আদরে তখন এই গ্রাম এর নাভিশ্বাস জামাই খুঁজতে।






Shares