Main Menu

অ্যামেরিকার এই শহরে একাই থাকেন মহিলা

+100%-
ওই মহিলার নাম এলসি এইলার। তিনিই ওই শহরের মেয়র। অবশ্য, নিজেকেই নিজে ভোট দিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

১৯০২ সালে মনোয়ি শহরটি গড়ে ওঠে। ১৯৩০ সালের দিকে সেখানে লোকসংখ্যা ছিল ১৫০। তারপর চাকরির সন্ধানে সেখানকার বাসিন্দারা অন্য জায়গায় যেতে শুরু করেন। ফলে ধীরে ধীরে জনসংখ্যা কমতে থাকে। এমনকী, এলসির সন্তানরাও অন্য শহরে পাড়ি দেন। ২০০৪ সাল পর্যন্ত ওই শহরে শুধু এলসি এইলার এবং তাঁর স্বামী রুডি থাকতেন। কিন্তু, ২০০৪ সালে রুডি মারা যান। তারপর থেকে শহরের বাসিন্দা শুধু এলসি।

তাঁর একটি বার রয়েছে। যার মালিক এবং ক্রেতা- সবই তিনি। শহরের বাসিন্দা হিসেবে কর দেন তিনি। অবশ্য তা নিজের কাছে জমা দেন। প্রত্যেক বছর মেয়র হিসেবে রাস্তাঘাটের উন্নয়নের পরিকল্পনা জমা দেন যাতে রাষ্ট্র ওই শহরের রাস্তার আলোর জন্য আর্থিক সাহায্য করে।

একটি লাইব্রেরিও রয়েছে মনোয়িতে। ওই লাইব্রেরির নাম নিজের প্রয়াত স্বামীর নামে রেখেছেন এলসি। লাইব্রেরিতে শহরের পুরনো ছবি রয়েছে। শহরের ইতিহাস সহ প্রায় ৫ হাজার বই রয়েছে লাইব্রেরিতে।






Shares