Main Menu

জিপিএ৫ পাওয়ায় বিভিন্ন সংগঠনের মেধাবী সোনিয়াকে আর্থিক সহায়তা প্রদান

+100%-

নবীনগর প্রতিনিধি:-ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে ২০১৪ সালের এস এস সি পরীক্ষায় জিপিএÑ৫ পাওয়ায় দরিদ্র  পরিবারের মেধাবী শিক্ষার্থী সোনিয়া কে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে  আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সে কৃষ্ণনগর গ্রামের কৃষক আবদুল কাশেম ও গৃহিণী বকুল বেগমের কন্যা। ৪ বোন ও ২ ভাই এর মধ্যে সোনিয়া বড়। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে পিতার সঙ্গে অন্যের জমিতে রোজ হিসেবে কৃষি কাজ করে সংসার চালাত এবং ফল প্রকাশের দিনও মাঠে কাজ রত ছিল সোনিয়া।
গত বৃহস্পতিবার সকালে নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রচায্যের সভাপতিত্বে আর্থিক সহায়তার নগদ টাকা তুলে দেন সাবেক সংসদ সদস্য কেন্দীয় জাসদ নেতা এডভোকেট শ্হা জিকরুল আহম্মেদ খোকন  ও মানবজমিন নবীনগর প্রতিনিধি  শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল।
অনুষ্ঠানে অন্নানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপিকা শোক্লা রানী ভট্রাচার্য্য সহ কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ। এ সময়  বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও দৈনিক ভোরের সময় এর নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ দরিদ্র  পরিবারের মেধাবী শিক্ষার্থী সোনিয়া কে আন্তরিক অভিনন্দন জানান।






Shares