Main Menu

নবীনগরে মাছ অবমুক্ত

+100%-


‘নদী নালা মাছে ভরার উদ্যোগ’ এ শ্লোগানে রবিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর বিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লক্ষ টাকার বিভিন্ন জাতের দেশীয় পোন মাছ অবমুক্ত করা হয়। পোন মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো: আবুল কালাম ও ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। সরকারে রাজস্ব খাত থেকে এর অর্থ বরাদ্ধ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্তা মোবারক হোসেন, চেয়ারম্যান নোমান চৌধুরী, তথ্য সংগ্রহকারী সৈকত হোসেন সরকার, সাংবাদিক মো: নুরে-আলম (বিপ্লব), শ্যামা প্রসাদ চক্রবর্তী (শ্যামল), ক.খ.ম হজরত আলী, এস.এ.রুবেল, মৎস চাষী মনা মিয়া সহ জেলে সম্প্রদায়ের লোকজন।


Shares