Main Menu

নবীনগর পৌরসভা নির্বাচনে-১০৯ জন প্রতিদ্বন্ধী প্রার্থী

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌসভা প্রতিষ্ঠার ১৫ বছর পর এই প্রথম নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিপুল সংখ্যক প্রার্থী পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতির দিয়ে লড়াই শুরু করছেন। আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ পৌর নির্বাচনে মেয়র পদে ১৮ জন প্রার্থী  প্রতিদ্ধন্ধিতা করছেন, তারা হলেন এম,এ জাহের, মো. মুমিনুল হক, ওবায়দুল হক লিটন, শাহ হাছান আহম্মেদ, শাহ্ নুর খান আমগীর, মো. শুক্কুর খান, মো. সাদিকুল হক সাদির, মো. মলাই মিয়া, বশির আহম্মেদ সরকার পলাশ, রফিকুল ইসলাম দেনু, আবদুর রহমান, মো. ঈদন খান, মো. মাঈনুদ্দিন আহম্মেদ, আবুল হোসেন মৃদা, মো. শাহাবউদ্দিন, মো. বশির আহম্দে, শীব শংকর দাস, গোলাম ফারুক । সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে  ৬ জন, ২ নং ওয়ার্ডে ১২ জন, ৩ নং ওয়ার্ডে ১০জন, ৪নং ওয়ার্ডে ১২জন, ৫ নং ওয়ার্ডে ১২জন, ৬ নং ওয়ার্ডে ১২জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৫জন প্রাথী প্রতিদ্ধন্ধীতা করাছেন । সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে ১ নং ওয়ার্ডে ৩জন, ২ নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ৪জন প্রতিদ্বন্ধীতা করছেন।পৌরসাভার বহু প্রতিক্ষিত নির্বাচনের তফসিল গত ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের আদেশ ক্রমে সিনিয়র সাহকারি সচিব মো: ফরহাদ হোসেন ২৯ শে সেপ্টেম্বর নির্বাচন ঘোষনা করেন। স্থানীয় সরকারের এ নির্বাচন ভোটারদের কাছে দলীয়ভাবে কোন প্রভাব পরে না, গোষ্ঠি ও অঞ্চলভিত্তিক প্রভাবই মূখ্য হয়ে দাড়ায় তবুও  আওয়ামীলীগ ও বিএনপি থেকে  মনোনয়ন পেতে অনেক প্রার্থী জোর লবিং চালিয়ে যাচ্ছেন ।  






Shares