Main Menu

নবীনগরে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত – ৪০

+100%-


উপজেলার শিতারামপুর ও ওয়ারুক গ্রামে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রবিবার সকালে বেওয়ারিশ কুকুর নিধনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিতারামপুর গ্রামবাসীর দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত রাখাল চন্দ্র সরকার (৬৫),সুবল চন্দ্র সরকার (৫৫), ক্যাবল চন্দ্র সরকার (৫০), ক্লিটন (২০), জুটন চন্দ্র সরকার (১৮), অরুণা (৪০), মানিক সরকার (৩৫), হিরালাল সরকার (৬৫) নিখিল চন্দ্র সরকার (২০), ও মনিলাল (৫৫) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে শনিবার সন্ধ্যায় ওয়ারুক গ্রামে সরকারি খাস জায়গায় রাস্তা নির্মানকে কেন্দ্র করে শিবপুর ইউপি চেয়ারম্যান সামসুল হক ও ডা: ছাইদুর রহমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়। গুরুত্বর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ডাঃ ছাইদুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান শামসুল হককে প্রধান আসামী করে ৪২ জন ও অজ্ঞাত অরো ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।






Shares