Main Menu

শিবপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪২ তম মৃত্যু বার্ষিকী পালিত

+100%-

শনিবার ৬ সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪২তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ  মহাবিদ্যালয় প্রাঙ্গনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ । প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পীরজাদা শহীদুল হারুন,উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম।  
ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম,এডভোকেট মোঃ খুরশেদ আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদআরজু,শিবপুর ইউ পি চেয়ারম্যান মোঃ সামসুল হক,প্রধান শিক্ষক হোসাইন আহমেদ,প্রকেশৈলী আসাদুল্লাহ আল সায়েম,দৈনিক অথৃনীতির খবরের প্রধান সম্পাদক কামাল হোসেন মাহমুদ ,অধ্যাপক সিরাজুল ইসলাম  প্রমুখ। বক্তারা সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি রক্ষার্থে একটি কালচারাল কমপ্লেক্স,অডিটরিয়াম স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।       


Shares