Main Menu

নবীনগরে উপজেলা চেয়ারম্যানের বাসা থেকে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার-৫

+100%-


প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলামের সরকারি বাসভবনে চুরি হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে মাঝিকাড়া বাসষ্ট্যান্ড এলাকায় নবীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে চুরিকৃত মালামাল সহ ৫জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আন্ত:জেলা চুর দলের সদস্য কিশোরগঞ্জ উপজেলার ভৈরবের খোরশেদ মিয়ার ছেলে শাহ আলম(২১),আনোয়ার হোসেনের ছেলে মামুন(২৭),শামীম(২৫),নবীনগরের মান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া(৩০),অনিল চন্দ্র দাসের ছেলে মরণ কুমার দাস(৪৩)। ধৃত আসামীদের গতকাল বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা গতকাল বুধবার সকালে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি লিখিত বক্তব্যে বলেন, এটি কোন পরিকল্পিত ঘটনা বা হামলা নয়। এটি নিছক চুরির ঘটনা। চেয়ারম্যান মহোদয়ের অভিযোগ মোতাবেক কোনভাবেই ইহা তাহার প্রতিপক্ষ নিজ দলীয় বা অন্য দলীয় কর্তৃক সংঘটিত হয়নাই।  
উল্লেখ্য,গত ২০ জুন রাতে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আইপিএস পানির পাম্প চুরি করে নিয়ে যায় এবং ভবনে থাকা সোফার কপড় ছিড়ে ফেলে। তবে এটি চুরি নয় চেয়ারম্যানের প্রান নাশের চেষ্টার দাবী করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।


Shares