Main Menu

কবরস্থান দখল করে ‘মীর সুপার মার্কেট’ নির্মাণকারী নাছির উদ্দিন মীরকে নবীনগর থানায় তলব

+100%-

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার বড়াইলের ‘জাফর বাড়ী’ কবরস্থান দখল করে ‘মীর সুপার মার্কেট’ নির্মাণকারী নাছির উদ্দিন মীর এবং তার নির্যাতনের শিকার ও কবরস্থানের উত্তরাধিকারদের ১৪মে ২০১৪ তারিখ বুধবার সকাল ১০টায় নবীনগর থানায় উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মোঃ তোফাজ্জল।

খবর বেড়িয়েছে নাছির উদ্দিন জালিয়াতির মাধ্যমে ক্রয় করা জমির দলিলে ভুল তথ্য দিয়ে বেশি জায়গা দেখিয়ে কবরস্থান দখল করেছেন।

স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ও ইভটিজিংকে না জানাতে ও জনগণকে সচেতন করে তুলতে ১৯ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন উদ্বোধন করতে এসে বড়াইলের কবরস্থান উদ্ধারে তাদের পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।






Shares