Main Menu

নবীনগরে সংঘর্ষে আহত-১৫

+100%-

প্রতিনিধিঃ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীরকান্দি গ্রামে রবিবার সকালে বিএনপির দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রাশেদ মিয়া (২৪), খায়ের মিয়া (৬০) ও সানিয়া বেগম (৩৫) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।


জানা যায়, নবীনগরে বিএনপি প্রার্থী দোয়াতকলমের সমর্থক গাজীরকান্দি গ্রামের কাজল মিয়া ও  বিএনপির বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল সমর্থক তাজুল ইসলাম গ্রুপের মধ্যে রবিবার সকালে নির্বাচনে পরাজয়ের করণে কথাকাটাকির জের ধরে দু’গ্রুপ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নেমে পড়ে। এতে কমপক্ষে ১৫জন আহত হয়। নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এদিকে ১৩মার্চ রাতে উপজেলার সলিমগঞ্জে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের উপর হামলা চালায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। এতে রাজিব ও জামিল নামে দু’জন ছাত্রদল নেতা আহত হয়। দু’টি ঘটনার সংঘর্ষে আহতদের দেখতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী মো: আনোয়ার হোসেন হাসপাতালে আসেন। এ সময় সাংবাদিকের বলেন, নবীনগরে স্বাধীনতার ৪২বছরেও কোন রজনৈতিক সহিংশতার ইতিহাস নেই। এবারই আওয়ামীলীগ সরকারের আমলে দেখছি প্রার্থীর উপর হামলা হচ্ছে নবীনগরে।






Shares