Main Menu

নবীনগরে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দুই

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় মন্দিরে অগ্নি সংযোগ ও চিরকুটের মাধ্যমে চাঁদা দাবীর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে করিম শাহ মাজার ও পদœপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে লিটন মিয়া (২৫),  এহছান মিয়া (২২)। বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান ,এর আগেও দুইটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চিরকুট পাঠিয়ে চাঁদা আদায়ের ঘটনায় গত ৮ জানুয়ারী একটি জিডি করা হয়। চিরকুটে দেওয়া ফোন নম্বর ও চিরকুটে লেখার সূত্র ধরেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গতকাল ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সুপুর্দ করা হয়েছে।

উলেখ্য, গত দুই সপ্তাহ আগে উপজেলার সদরের পশ্চিম পাড়ার যুক্তরাষ্ট্র প্রবাসী বিপব কুমার দেবের ঘরের দরজায় তিনটি চিরকুট লাগানো হয়। ওই চিরকুটের মাধ্যমে মোটা অংকের টাকা চাঁদা দাবী করা হয়। চিরকুটে ফোন নম্বরও দেওয়া হয়।ওই ফোন নম্বরে যোগাযোগ করে চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার ভোর রাতে বিপব দেবের পারিবারিক মন্দিরে আগুন দেয় দূর্বৃত্তরা। এতে মন্দিরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।






Shares