Main Menu

নবীনগরে ককটেল ফাটিয়ে ডাকাতি। সহিংস রাজনীতির প্রভাবে আতঙ্ক:

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এই প্রথমবারের মতো ককটেল ফাটিয়ে ডাকাতীর ঘটনায় গোটা নবীনগর জুড়ে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

গত মঙ্গলবার গভীর রাতে নবীনগরের পৃথক তিনটি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আজাদুল ইসলাম নামে এক গৃহকর্তা। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতরা উপজেলার নূরজাহানপুর গ্রামের মৌলভী বাড়িতে ৫/৬টি ককটেল ফাটায়, এসময় পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে লোকজন ভয়ে ঘড় থেকে বের হয়নি। এ সুযোগে ২০/২৫জনের ডাকাত দল ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মালমাল লুট করে। এসময় বাড়ির মালিক আজাদুল ইসলামকে মারধর করে আহত করে।

এছাড়া বাড়াইল গ্রামেও ফটিক মিয়ার বাড়িতে ডাকাতরা হানা দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।

অপর দিকে মুক্তারামপুর গ্রামের মন্নাফ মিয়ার বাড়িতে ডাকাতির প্রাক্কালে এলাকাবাসী ও পুলিশে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ছলিমগঞ্জ ফাড়ির ইনচার্জ মাহাবুব বলেন, পার্শ্ববর্তী রায়পুরা থানার ২০/৩০ জনের ডাকাত দল মুক্তারামপুর  এলাকায় আসে। এলাকার পাহারাদারদের সহায়তায় পুলিশ ও তিন গ্রামের হাজারো গ্রামবাসী মিলে ডাকাতদের তাড়া করলে, ডাকাতরা পালিয়ে যায়।






Shares