Main Menu

নবীনগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরিবারের পাঁচ জন অসুস্থ

+100%-
প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহষ্পতিবার রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ্য হয়ে পড়ে। জানা যায়, সন্ধ্যা প্রায় ৭টায় পৌর এলাকার নারায়নপুর পশ্চিমপাড়ার আমিরুল ইসলামের কন্যা মুক্তা আক্তার রান্না ঘরে চা বানাতে যায়। হঠাৎ জরুরী প্রয়োজনে রান্না ঘরে থেকে চলে গেলে কে বা কারা চায়ের পানিতে ক্লোফেন নামক ঔষধ মিশিয়ে দেয়। চা পান করে ওই পরিবারের পাঁচ সদস্য অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা শেফালী খাতুন (৬৫), লাভলী (১৭), মুক্তা (২৫), করিম মিয়া (৭৫) ও আমিরুল ইসলাম (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসক মোঃ সায়েমুল হুদা জানান, ক্লোফেন নামক ঔষধ পান করায় এমন অবস্থা হয়েছে। তারা এখন শঙ্কা মুক্ত। সম্পুর্ণ সুস্থ হতে আরো দু’চার দিন সময় লাগবে।

Shares